Uncategorized

Kids Bengali poems

বাপরে বাপ 

সজনে ডাঁটার বিশাল ক্ষেতে 

গুটি গুটি যেতে যেতে ,
হঠাৎ দেখেই তোমায় ,
আমি তো প্রায় কোমায়।
ফুঁসছ তুমি রাগে ,
কাটবে পেলেই বাগে। 
ভয়ে হলাম পাথর ।
ঝড় আমার ভেতর । 
আর দিলো সেটাই কাজে, 
এলে না আর কাছে ।
ভাবলে আমায় জড়ো ,
তাই ক্ষতি নেই বড় ।
চলে গেলে অন্য পথে ,
প্রিয় প্রাণ রইলো সাথে। 
রক্ষে হলো ব্যাপারে বাপ। 
চলে গেছে মস্ত সাপ ।

Leave a comment