সৃষ্টির ক্ষমতা নেই তোমাদের ?
মেয়ে রূপে রাজকন্যা
মেয়ে আমাদের মিষ্টি !
মেয়ে গুনে অনন্যা
বিধাতার অতুলনীয় সৃষ্টি!!
গভীর স্নিগ্ধ মন
প্রকাশিত তার চোখে ,
পবিত্র সরল প্রাণ
ভাসে স্নিগ্ধ মুখে ।
কিন্তু কোথায় সে ?
খুঁজে বেড়াই সর্বত্র
আমাদের একমাত্র মেয়ে
ফেরাও তাকে হে রুদ্র!
এতদিন রেখেছি আগলে
আমাদের সেই ধন
অকুন্ঠে ছিঁড়ে ফেলে
নিষ্ঠুর কিছু জন ?!!!!
নিথর রক্তমাখা দেহ
পরে পথের ধারে
কাঁদছে যেন লুকিয়ে
অপমানে আর অনাদরে ।
উফ সেই দৃশ্য !
কখনো ভোলার নয়। ………
শিহরিত হয় দেহ
দুঃখে অথচ ঘৃনায় ।
পুতুল নাকি সে?
লোভ লালসার বস্তু?
কলঙ্কিত কর তাকে!
তোমরা যত জন্তু!!!
জন্ম দিয়েছেন মা ।
পালন করেছেন বাবা।
কোন অধিকারে তোমরা
বসাও তোমাদের থাবা ????
খুব ক্ষমতা তোমাদের !
স্বীকার করতে হবে। ……..?!
ফুলের মতো মেয়েদের
খাচ্ছ প্রতিটি পদে ?!
এতেই শেষ নয় !
প্রতিহিংসায় দ্বগ্ধ মন
কাৎরায়ে হারানোর যন্ত্রনায় ।
কিন্তু সাহায্যের আশা ক্ষীণ ।!
শয়তানরা আজ মিলিত
যত ছাপমারা লম্পটরা
ও তথাকথিত শিক্ষায়ে শিক্ষিত
অশিক্ষিত যত জীবেরা ।
সমাজে বিচার নেই ।
হৃতসর্বস্বদের নিয়ে রাজনীতি…..
মৃতের আত্মীয়েরা মৃতপ্রায়…..
তবু এটাই সামাজিক রীতি !
আমরা জন্তুই রইলাম
সমাজ কিসের জন্য ?
সভ্যতার, স্বাধীনতার এতো বলিদান
তার ফল শূন্য !
মেয়েরা যথার্থ স্বাধীন
করতে পারো না প্রমান ?
সঠিক শিক্ষিত জনগণ
সমাজে অতি প্রয়োজন ।
বাবা মায়ের যত্নে লালিত
সরল সেই মেয়েরা ..
দেখবে না দুঃস্বপ্ন ,
বেঁচে উঠবে মনেরছবিরা :
কূপমণ্ডুক ও কুৎসিত যত
দলিত ও পিষ্ট হবে |
শাস্তি পাবে শয়তান সব
তবেই মন প্রলেপ পাবে||
——-মধুমিতা চক্রবর্তী
