Uncategorized

Bengali Poem

‘নব  উত্তরণ ‘

শুভ জন্মদিন জানাই তোমায়,

দীর্ঘ হোক তোমার জীবন ।
নব রূপে নব  আশায় নব গাথায় ,
জেগে উঠুক এ শুভক্ষণ ।।
সংকল্প করো আজ বিশ্বের প্রতি, 
যা কিছু জীর্ণ ও ক্ষয়প্রায় ,
তাতে  নবরূপ প্রকরণে হবে ব্রতী।
শুভ আলো ও রঙের ছোঁয়ায়।।
আজ তুমি শিশু, তবে কালকের নবীন।
ভুল দিয়ে করবে জয় । 
চিরন্তনের নিয়ম ভেঙে  যাকিছু গহীন ,
তা সরল করবে নিশ্চয় ।।
জন্ম তোমার মানব কল্যানের মানসে ।
করবে দুঃস্থের দুঃখ নিবারণ, 
নৃত্যে গীতে কাব্যে হরষে , 
বরণ করি  তোমায় হে ‘নব  উত্তরণ ‘।।
নব উত্তরণ নব চেতনার আলোকে ,
মহামারী ভয় ভাবনার বর্তমান ,
ছিন্ন করে ভবিষ্যতের নব গোলকে ,
আনবে নব জাগরণ ।
                    আর সেই হবে যথার্থ নব  উত্তরণ। ………………।।
                

— মধুমিতা চক্রবর্তী 
 

Leave a comment