শুভ জন্মদিন জানাই তোমায়,
Category: Uncategorized
Spiritual Bengali poems
আশীষ মাগি হে প্রভু
bengali poems on social thought
সৃষ্টির ক্ষমতা নেই তোমাদের ?
মেয়ে রূপে রাজকন্যা
Bengali poems on social thought
একটা রিক্রিয়েশন বলেও তো সত্যি কিছু চাই বলো?
Kids Bengali poems
সজনে ডাঁটার বিশাল ক্ষেতে
Modern Bengali Poems
কঠিন
কঠিন তুমি কঠিন কেন ?
সহজ ভাষায় বুঝিয়ে দাও।
কঠিন করে বললে আমি,
বুঝবো না একটা কথাও।
কি বলবে ভাবছো নাকি?
বুঝিয়ে বলতে পারছো না?
কঠিন করে ভাবছো বলে,
ব্যাখ্যা খুঁজে পাচ্ছ না।
তাই তো তুমি কঠিন বেজায়,
কঠিন পথে খুঁড়িয়ে চলো ;
সহজ কোনো রাস্তা পেলে,
তুমি তাকে কঠিন বলো ।
Motivational Bengali poems
আধুনিক
আধুনিক আমরা ইঁট কাঠ পাথরে বন্দি ।
আধুনিক তাই হাসবে কত জননী ।
আধুনিক তাই সকলে হবে সমান ।
আধুনিক তাই রক্ষা হবে প্রাণ ।
আধুনিক তাই বাঁচবে আবার পশুরা।
আধুনিক তাই শৈশব পাবে শিশুরা ।
আধুনিক তাই অক্ষয় হবে পৃথিবী ।
আধুনিক তাই সফল চিত্রকরের ছবি।
আধুনিক আমরা নতুন আলো জ্বালবো।
আধুনিক আমরা আধুনিক পৃথিবী গড়ব ।
Spiritual Bengali Poems
আমি দিশাহারা আমি উদ্ভ্রান্ত,
তোমায় ডেকে চলি অনবরত।।
জানি না ঠিক কখন কবে ,
তুমি আমাকে সাড়া দেবে ।।
যা কিছু ঘটে আমার আসেপাশে,
কিছু কি আছে আমার বশে ?
পছন্দ হলে খুশিতে হাসি।
স্বপ্ন দেখি রাশি রাশি ।।
স্বপ্ন ভাঙে যখন আমার ।
রুক্ষ বাস্তব প্রকট আবার ।।
কঠিন পথে যখন যেতে হয় ।
বুক কাঁপায়ে অজানার ভয় ।।
মনে পড়ে না পাশেই আছো ।
পূর্বের মতোই রক্ষা করছো ।।
এও তো তোমার ছলনা ।
তোমার কার্যসূচীর কিছুই বলোনা।।
শুধুই আমি ভেবে মরি ।
যেমন করাও তেমন করি ।।
সাড়া দাও তুমি প্রিয়জনের রূপে।
তবু খুঁজে বেড়াই মন্ত্রে ও জপে।।
তাই আমি অতি সাধারণ ।
বুঝি না তোমার কার্যকারণ ।।
সকলি করো তুমি মঙ্গলার্থে।
সকলি করো বৃহৎস্বার্থে ।।
Kids Bengali poems
মিষ্টি তোরা ছোট্ট ফুল
তোদের স্বপ্ন ছোটে কোন সুদূর।
সবাই বলে করিস ভুল
তবু পৌঁছে যাবি অনেক দূর ।।
রাজা রানী পরী সকল
জীবন পায়ে তোদের কল্পনায়ে।
পশু আর পাখির দল
কথা বলে মনুষ্য ভাষায় ।।
তাই তো তোদের ছোট্ট জগৎ
একক হয়ে দাঁড়িয়ে থাকে ।
মিষ্টি হাসি অনাবিল ,সৎ
আমাদেরো মাতিয়ে রাখে ।।
বড় যখন হবি তোরা
দেখবি পক্ষীরাজ উড়িয়ে নিয়ে যায় না ।
বোঝা বয় ক্ষীণ ঘোড়া
হরিণ পায়রা কথা কয় না ।।
নিষ্ঠুর রাজার ছোপটির ঘায়ে
কাৎরায়ে যখন গৃহহীন প্রজা ।
আসে না পরী ফুলের দোলায়ে
অসৎ রাজা পায়ে না সাজা ।।
জানি তোরা জীবন পথে
অবাক হবি প্রতি পদে ।
চড়বি তোরা স্বর্ণ রথে
যদি মুখর হোস প্রতিবাদে ।।
হাসতে যেন ভুলিস না
নির্মল হাসি ভোলাবে অবাঞ্ছিতের অশ্রু ।
দৃঢ় হয়ে থাকবি তোরা
হাবি দুঃখীর কল্পতরু ।।
বাঁচবে রূপকথা তোদের মধ্যে
সকল অসহায়তার অন্ত হবে ।
স্বপ্ন ভাঙবে না জীবন যুদ্ধে
জগৎ হবে শান্ত তবে ।।
Kids Bengali poems
মিতালি
রুদ্ধ শ্বাসে ক্রূদ্ধ ইঁদুর
দৌড়ে গেলো হাতির পানে
কুটুস করে কামড়ে বলে ,
“ফেলবো নাকি একটানে?”
হাতি গেলো খুব ক্ষেপে
বলে,”দেব গলা টিপে ;
ইঁদুর কিনা লড়তে এলি!
জানিস না আমি মস্ত হাতি?”
“এতেই হয় মাথা গরম”,
বললো তখন ইঁদুর ভায়া,
“তোর ভয় পালায়ে সবাই,
মাড়ায়েনা কেউ তোর ছায়া !”
“গায়ে আমার জোর বেশি
তাই তো খেলায় শুঁড়ে ,
আছে আমার মস্ত ভুঁড়ি
তাই দেখেই থাকছে দূরে ।
তাতে আমার দোষটা কি?
আমি তো কিছুই করিনি ,
হাতি আমি নই দুষ্ট
কারকেই দিই না কষ্ট ।”
অভিমানে হাতি তখন,
দুঃখে ভরা নরম মন ,
“তাবলে তুই কামড়ে দিলি !
এটাকি তুই ঠিক করলি?”
বলেই হাতি কেঁদে ভাসায়ে ,
ইঁদুর তাকে কত হাসায়। ..
কাতুকুতু দেয় , সুড়সুড়ি দেয় ,
আবার কখনো নেচে দেখায়ে।
“কাঁদিস নারে হাতি দাদা ,
ভুল করেছি ,আর হবে না।
বন্ধু হবে বাঘের ছানা ,
হরিণ -ঘোড়া -গরু -গাধা ।
তোর সাথে নাচবে সবাই,
দুলবে সবাই তোর শুঁড়ে ,
হনু দাদা ভালুক মশাই
বসবে তোর পিঠ জুড়ে ।”
খুশি হাতি খুশি ইঁদুর
খুশি ঝিঁঝি খুশি বাদুড়।
পাখিরা সব উড়ে বেড়ায়
নাচে গায়ে ঢোল বাজায়ে।
