Uncategorized

Spiritual Bengali poems

আশীষ মাগি হে প্রভু

আশীষ মাগি———————-

আশীষ মাগি হে প্রভু

আশীষ মাগি…

বনলতা যেমন হাওয়ার পরশে 
হাসিতে লুটিয়ে পরে 
তেমনি যেন ক্ষুদ্র  পাওয়াতে 
খুশির সাগরে ভাসি ।।
আশীষ মাগি হে প্রভু 
আশীষ মাগি…
জননী যেরূপ  করুনার আঁচলে 
আগলে ধরে রাখে 
তেমনি যেন অভাগা  জনে 
স্নেহ পাশে বাঁধি ।
আশীষ মাগি হে প্রভু 
আশীষ মাগি…
কামনার উর্ধে প্রাণসখাকে 
প্রেম-সুভাষে মাতিয়ে তুলে 
দেবী  সম যেন প্রসারি বিশ্বে
পবিত্র প্রেমের  বাণী ।
আশীষ মাগি হে প্রভু 
আশীষ মাগি…
ক্রোধহীন লোভহীন স্থিতপ্রজ্ঞা হয়ে
যেন মিছে দম্ভ ছিঁড়ে 
ধৰ্মপথ দ্রষ্টা দৃঢ়চিত্ত পিতার ন্যায়ে 
নির্ভীক চিত্তে চলি ।
আশীষ মাগি হে প্রভু 
আশীষ মাগি…
তোমার ও রাঙা চরণ পরে  
ভক্তি পাত্র উজারি 
যেন করুণাসাগর তোমার প্রেরণায়ে 
ক্ষমাশীল হতে পারি।
——–মধুমিতা চক্রবর্তী