Uncategorized

Kids Bengali poems

বাপরে বাপ 

সজনে ডাঁটার বিশাল ক্ষেতে 

গুটি গুটি যেতে যেতে ,
হঠাৎ দেখেই তোমায় ,
আমি তো প্রায় কোমায়।
ফুঁসছ তুমি রাগে ,
কাটবে পেলেই বাগে। 
ভয়ে হলাম পাথর ।
ঝড় আমার ভেতর । 
আর দিলো সেটাই কাজে, 
এলে না আর কাছে ।
ভাবলে আমায় জড়ো ,
তাই ক্ষতি নেই বড় ।
চলে গেলে অন্য পথে ,
প্রিয় প্রাণ রইলো সাথে। 
রক্ষে হলো ব্যাপারে বাপ। 
চলে গেছে মস্ত সাপ ।
Uncategorized

Kids Bengali poems

ফুল 

মিষ্টি তোরা ছোট্ট ফুল 
তোদের স্বপ্ন ছোটে কোন সুদূর। 
সবাই বলে করিস ভুল 
তবু  পৌঁছে যাবি অনেক দূর ।।

রাজা রানী পরী সকল
জীবন পায়ে তোদের কল্পনায়ে। 
পশু আর পাখির দল 
কথা বলে মনুষ্য ভাষায় ।।

তাই তো তোদের ছোট্ট জগৎ 
একক হয়ে দাঁড়িয়ে থাকে  ।
মিষ্টি হাসি অনাবিল ,সৎ 
আমাদেরো  মাতিয়ে রাখে ।।

বড় যখন হবি  তোরা 
দেখবি পক্ষীরাজ উড়িয়ে নিয়ে যায় না ।
বোঝা বয় ক্ষীণ ঘোড়া 
হরিণ পায়রা কথা কয় না ।।

নিষ্ঠুর রাজার ছোপটির ঘায়ে 
কাৎরায়ে যখন গৃহহীন প্রজা ।
আসে না পরী ফুলের দোলায়ে 
অসৎ রাজা পায়ে না সাজা ।।

জানি তোরা জীবন পথে 
অবাক হবি প্রতি পদে ।
চড়বি  তোরা স্বর্ণ রথে 
যদি মুখর হোস প্রতিবাদে ।।

হাসতে  যেন ভুলিস না 
নির্মল হাসি ভোলাবে অবাঞ্ছিতের অশ্রু ।
দৃঢ় হয়ে থাকবি তোরা 
হাবি দুঃখীর কল্পতরু ।।

বাঁচবে রূপকথা তোদের মধ্যে 
সকল অসহায়তার অন্ত হবে ।
স্বপ্ন ভাঙবে না জীবন যুদ্ধে 
জগৎ হবে শান্ত তবে ।।




Uncategorized

Kids Bengali poems


মিতালি 

রুদ্ধ শ্বাসে ক্রূদ্ধ  ইঁদুর 
দৌড়ে গেলো হাতির পানে 
কুটুস করে কামড়ে বলে ,
“ফেলবো নাকি একটানে?”

হাতি গেলো খুব ক্ষেপে 
বলে,”দেব গলা টিপে ;
ইঁদুর কিনা লড়তে এলি!
জানিস না আমি মস্ত হাতি?”

“এতেই হয় মাথা গরম”,
বললো তখন ইঁদুর ভায়া,
“তোর ভয় পালায়ে সবাই,
মাড়ায়েনা কেউ তোর ছায়া !”

“গায়ে আমার জোর বেশি
তাই তো খেলায় শুঁড়ে ,
আছে আমার মস্ত ভুঁড়ি 
তাই দেখেই থাকছে দূরে ।

তাতে আমার দোষটা কি?
আমি তো কিছুই করিনি ,
হাতি আমি নই  দুষ্ট 
কারকেই  দিই না কষ্ট ।”

অভিমানে হাতি তখন,
দুঃখে ভরা  নরম মন ,
“তাবলে তুই কামড়ে দিলি !
এটাকি তুই ঠিক করলি?”

বলেই হাতি কেঁদে ভাসায়ে ,
ইঁদুর তাকে কত হাসায়। ..
কাতুকুতু দেয় , সুড়সুড়ি দেয় ,
আবার কখনো নেচে দেখায়ে।

“কাঁদিস নারে হাতি দাদা ,
ভুল করেছি ,আর হবে না।
বন্ধু হবে বাঘের ছানা ,
হরিণ -ঘোড়া -গরু -গাধা ।

তোর সাথে নাচবে সবাই,
দুলবে সবাই  তোর শুঁড়ে ,
হনু দাদা ভালুক মশাই 
বসবে তোর পিঠ জুড়ে ।”

খুশি হাতি খুশি ইঁদুর 
খুশি ঝিঁঝি খুশি বাদুড়।
পাখিরা সব উড়ে বেড়ায় 
নাচে গায়ে ঢোল বাজায়ে।