মিতালি
রুদ্ধ শ্বাসে ক্রূদ্ধ ইঁদুর দৌড়ে গেলো হাতির পানে কুটুস করে কামড়ে বলে ,“ফেলবো নাকি একটানে?”
হাতি গেলো খুব ক্ষেপে বলে,”দেব গলা টিপে ;ইঁদুর কিনা লড়তে এলি!জানিস না আমি মস্ত হাতি?”
“এতেই হয় মাথা গরম”,
বললো তখন ইঁদুর ভায়া,
“তোর ভয় পালায়ে সবাই,
মাড়ায়েনা কেউ তোর ছায়া !”
“গায়ে আমার জোর বেশি
তাই তো খেলায় শুঁড়ে ,
আছে আমার মস্ত ভুঁড়ি
তাই দেখেই থাকছে দূরে ।
তাতে আমার দোষটা কি?
আমি তো কিছুই করিনি ,
হাতি আমি নই দুষ্ট
কারকেই দিই না কষ্ট ।”
অভিমানে হাতি তখন,
দুঃখে ভরা নরম মন ,
“তাবলে তুই কামড়ে দিলি !
এটাকি তুই ঠিক করলি?”
বলেই হাতি কেঁদে ভাসায়ে ,
ইঁদুর তাকে কত হাসায়। ..
কাতুকুতু দেয় , সুড়সুড়ি দেয় ,
আবার কখনো নেচে দেখায়ে।
“কাঁদিস নারে হাতি দাদা ,
ভুল করেছি ,আর হবে না।
বন্ধু হবে বাঘের ছানা ,
হরিণ -ঘোড়া -গরু -গাধা ।
তোর সাথে নাচবে সবাই,
দুলবে সবাই তোর শুঁড়ে ,
হনু দাদা ভালুক মশাই
বসবে তোর পিঠ জুড়ে ।”
খুশি হাতি খুশি ইঁদুর
খুশি ঝিঁঝি খুশি বাদুড়।
পাখিরা সব উড়ে বেড়ায়
নাচে গায়ে ঢোল বাজায়ে।