Uncategorized

Modern Bengali Poems


কঠিন 

কঠিন তুমি কঠিন কেন ?
সহজ ভাষায়  বুঝিয়ে দাও।
কঠিন করে বললে আমি,
বুঝবো না একটা কথাও।

কি বলবে ভাবছো নাকি?
বুঝিয়ে বলতে পারছো না?
কঠিন করে ভাবছো বলে,
ব্যাখ্যা খুঁজে পাচ্ছ না।

তাই তো তুমি কঠিন বেজায়, 
কঠিন পথে খুঁড়িয়ে চলো ;
সহজ কোনো রাস্তা পেলে,
তুমি তাকে কঠিন বলো ।