Uncategorized

Motivational Bengali poems


আধুনিক 

আধুনিক আমরা ইঁট কাঠ পাথরে বন্দি ।

আধুনিক আমরা আঁটতে জানি ফন্দি ।

আধুনিক আমরা মেপে মেপে হাসি ।
আধুনিক আমরা নিষ্ঠুরতা ভালোবাসি। 

আধুনিক আমরা প্রেমকে করি নগ্ন ।
আধুনিক আমরা নেশায় থাকি মগ্ন ।

আধুনিক আমরা ধ্বংসে  থাকি ব্যস্ত ।
আধুনিক আমরা, প্রতিবেশী তাই ত্রস্ত। 

আধুনিক আমরা পরিবেশকে করি হত্যা ।
আধুনিক আমরা ডুবছে আমাদের সত্তা ।

আধুনিক কিন্তু  কিসের এতো অভাব ?
আধুনিক কিন্তু নেই সঠিক জবাব ।

আধুনিক কিন্তু সৌজন্য পড়েছে পিছিয়ে। 
আধুনিক কিন্তু আদিমবর্বরতা রাখছি বাঁচিয়ে। 

আধুনিক কিন্তু ঐতিহ্য গেছে হারিয়ে ।
আধুনিক কিন্তু সভ্যতাকে দিয়েছি নাড়িয়ে। 

আধুনিক  তাই  জ্বলতে দেবোনা ধরনী ।
আধুনিক তাই হাসবে কত জননী ।

আধুনিক তাই সকলে হবে সমান ।
আধুনিক তাই রক্ষা হবে প্রাণ ।

আধুনিক তাই বাঁচবে আবার পশুরা।
আধুনিক তাই শৈশব পাবে শিশুরা ।

আধুনিক তাই অক্ষয় হবে পৃথিবী ।
আধুনিক তাই সফল চিত্রকরের ছবি। 

আধুনিক আমরা নতুন আলো জ্বালবো। 
আধুনিক আমরা আধুনিক পৃথিবী গড়ব ।