Uncategorized

Kids Bengali poems

ফুল 

মিষ্টি তোরা ছোট্ট ফুল 
তোদের স্বপ্ন ছোটে কোন সুদূর। 
সবাই বলে করিস ভুল 
তবু  পৌঁছে যাবি অনেক দূর ।।

রাজা রানী পরী সকল
জীবন পায়ে তোদের কল্পনায়ে। 
পশু আর পাখির দল 
কথা বলে মনুষ্য ভাষায় ।।

তাই তো তোদের ছোট্ট জগৎ 
একক হয়ে দাঁড়িয়ে থাকে  ।
মিষ্টি হাসি অনাবিল ,সৎ 
আমাদেরো  মাতিয়ে রাখে ।।

বড় যখন হবি  তোরা 
দেখবি পক্ষীরাজ উড়িয়ে নিয়ে যায় না ।
বোঝা বয় ক্ষীণ ঘোড়া 
হরিণ পায়রা কথা কয় না ।।

নিষ্ঠুর রাজার ছোপটির ঘায়ে 
কাৎরায়ে যখন গৃহহীন প্রজা ।
আসে না পরী ফুলের দোলায়ে 
অসৎ রাজা পায়ে না সাজা ।।

জানি তোরা জীবন পথে 
অবাক হবি প্রতি পদে ।
চড়বি  তোরা স্বর্ণ রথে 
যদি মুখর হোস প্রতিবাদে ।।

হাসতে  যেন ভুলিস না 
নির্মল হাসি ভোলাবে অবাঞ্ছিতের অশ্রু ।
দৃঢ় হয়ে থাকবি তোরা 
হাবি দুঃখীর কল্পতরু ।।

বাঁচবে রূপকথা তোদের মধ্যে 
সকল অসহায়তার অন্ত হবে ।
স্বপ্ন ভাঙবে না জীবন যুদ্ধে 
জগৎ হবে শান্ত তবে ।।




4 thoughts on “Kids Bengali poems

Leave a reply to Joy Cancel reply