Uncategorized

Spiritual Bengali Poems

হৃদয়বাসী

আমি দিশাহারা আমি উদ্ভ্রান্ত, 
তোমায় ডেকে চলি অনবরত।।

জানি না ঠিক কখন কবে ,
তুমি আমাকে সাড়া দেবে ।।

যা কিছু ঘটে আমার আসেপাশে, 
কিছু কি আছে আমার বশে ?

পছন্দ হলে খুশিতে হাসি। 
স্বপ্ন দেখি রাশি রাশি ।।

স্বপ্ন ভাঙে যখন আমার ।
রুক্ষ বাস্তব প্রকট আবার ।।

কঠিন পথে যখন যেতে হয় ।
বুক কাঁপায়ে অজানার ভয় ।।

মনে পড়ে না পাশেই আছো ।
পূর্বের মতোই  রক্ষা করছো ।।

এও তো তোমার ছলনা ।
তোমার কার্যসূচীর কিছুই বলোনা।। 

শুধুই আমি ভেবে মরি ।
যেমন করাও তেমন করি ।।

সাড়া দাও তুমি প্রিয়জনের  রূপে। 
তবু খুঁজে বেড়াই মন্ত্রে ও জপে।। 

তাই আমি অতি সাধারণ ।
বুঝি না তোমার কার্যকারণ ।।

সকলি করো তুমি মঙ্গলার্থে। 
সকলি করো বৃহৎস্বার্থে ।।

























2 thoughts on “Spiritual Bengali Poems

Leave a reply to Unknown Cancel reply